আমাদের সম্পর্কে

শরীফ উদ্দিন শিশির


Founder: FontBD, ShorifArt.

মুহাম্মদ শহীদুল ইসলাম


Director: FontBD, Electrical Engineer, Graphic Designer, Font Developer
Jayed Ahsan Saad

জায়েদ আহসান সা'দ


Advisor: FontBD, Founder: Codepotro
বাঙালী হিসাবে নিজেদের ভাষার লিপির অগ্রগতির জন্য আমাদের এই মহান উদ্যোগ, আমরা চাচ্ছি পৃথিবীর সকল ভাষার সাথে আমাদের প্রাণের বাংলা ভাষা তাল মিলিয়ে এগিয়ে যাবে সমান তালে। আমাদের ভাষাটা মূলত অন্যান্য ভাষার মতো সহজে প্রাপ্য নয়, এই ভাষার জন্য আমাদের বুকের তাজা রক্ত ঝড়াতে হয়েছিলো, সেই ৫২ এর প্রতি সম্মান রেখে আমাদের যাত্রা শুরু ।
আমরা মূলত বাংলা বর্নমালাকে কম্পিউটার বা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করার উপযোগী করে তুলি এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেটা সকলের কাছে পৌছে দিচ্ছি। যার সাথে থাকছে আমাদের গষণা, নতুন নতুন ফিচার যোগকরণ, মসৃণ যুক্তাক্ষর তৈরী, আধুনিক যুক্তাক্ষর নিয়ে গবেষণা এবং সর্বোপরি বর্ণকে সজ্জিতকরণের জন্য সকল ধরণের কার্যক্রম গ্রহণ।
আমরা বাংলা ফন্ট তৈরী করে থাকি ইউনিকোড এবং আনন্দ কপিউটারের (বিজয়) কিবোর্ড লেআউট অনুসারে, আমাদের সকল ফন্ট স্মার্টফোন, কম্পিউটার, ট্যাব এবং টাইপ রিডিং করে এমন সকল সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন।
আমাদের ওয়েবসাইট মুলত দুইটি টিমের মাধ্যমে পরিচালিত হয়- ১। মূল টিম ২। সাব টিম (ডিজাইনার টিম)